গ্যাস, বিদুৎ, চাল, ডাল, তৈল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরনের লাগামহীন মুল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবী বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে আজ ১১ ফেব্রুয়ারি রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় স্থানিয় চিলাউড়া বাজার সহ আশপাশের বিভিন্ন রাস্তায় পদযাত্রা ও লিফলেট বিতরণ করেছে সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি।
পদযাত্রা শেষে চিলাউড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ রাজা মিয়ার সভাপতিত্বে ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেক আহমদ মিটুর পরিচালনায় চিলাউড়া বাজারে পথসভা অনুষ্টিত হয়েছে।
পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা বিএনপি সদস্য ইলিয়াছ মিয়া, বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের সদস্য রুহেল আহমদ চৌধুরী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি তোতা মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান।
পদযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছুরত মিয়া সাবেক মেম্বার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মান্নান , সুফি মিয়া, টুনু মিয়া, শিফু মিয়া, মুজিব মিয়া, আশিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদল নেতা হানিফ মিয়া, রাজন মিয়া, সুয়েব আহমদ, মতি মিয়া, দিলদার মিয়া, ইলিয়াছ মিয়া, অলিউর রহমান, মকবুল হোসেন, জামাল মিয়া, সাইদুর রহমান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক গিলমান আহমদ, ছাত্রদলের সদস্য রিয়াজ আহমদ,সাদিক আহমদ, শিপু আহমদ, সুমন আহমদ, রাজ্জাক মিয়া, ফয়েজ আহমেদ, ফজলে রাব্বি, মুতাকাব্বির, সায়েক মিয়া, জাহিদ হোসেন, আতাউর রহমান, সায়েম শাহ, নবিন মিয়া প্রমুখ সহ আরও অনেকে।পথসভায় বক্তারা বলেন চাল, ডাল গ্যাস, বিদুৎ সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের যেভাবে উর্ধগতি হয়েছে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে।
দেশে আজ মানুষের কোন মুল্য নেই, কথার বলার কোন অধিকার নেই,মানুষের কথা বলার অধিকার কেনে নিয়েছে, গণতন্ত্র কে এই সরকার হত্যা করেছে দেশ চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
তাই আমরা এই সরকারের পদত্যাগ দাবী করছি এবং নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের দাবী জানাচ্ছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করছি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ডাকে আগামী দিনে সকল নেতারর্মীকে রাজপথে থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলনে, জনগনের ভোটাধিগার ফিরিয়ে দেওয়ার আন্দোলন কে শক্তিশালী করে এই নিশি রাতের সরকারের পদত্যাগ ঘটাতে হবে।