মঞ্জু নামের এক তরুণী মোবাইল ফোনে আসক্ত ছিলেন। তিনি প্রায় দেড় বছর ধরে অন্ধকারে বসে ফোনে অনেকক্ষণ সময় কাটাতেন। এর ফলে তিনি প্রায় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।
টুইটারে ঐ তরুণী জানিয়েছেন, দৃষ্টিশক্তি হারানোর মতো চোখে মাঝে মাঝে যেন চোখে কিছু ভাসতে দেখতেন তিনি।
একই সঙ্গে তীব্র আলোর ঝলকানি, অন্ধকারে জিগজ্যাগ প্যাটার্ন এবং মাঝে মাঝে দৃষ্টিশক্তিও হারিয়ে ফেলেন। কোনো বস্তুর দিকে এক নাগাড়ে তাকাতে পারছেন না।
চিকিৎসক জানান, স্মার্টফোন ভিশন সিন্ড্রোমে ভুগছেন ঐ তরুণী। তিনি আরো জানান, কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটের মতো ডিভাইস নিয়মিত অনেকটা সময় জুড়ে ব্যবহার করলে তার থেকে চোখের দীর্ঘমেয়াদী অক্ষমতার সৃষ্টি হতে পারে। একে ‘কম্পিউটার ভিশন সিন্ড্রোম’ বা ‘ডিজিটাল ভিশন সিন্ড্রোম’ বলা হয়।
চিকিৎসক জানান, এরপর প্রায় ১ মাস পরে মঞ্জু ফের তার চেম্বারে আসেন। এই এক মাস তিনি যতটা সম্ভব কম স্মার্টফোন ব্যবহার করেছিলেন। আর তাতেই তার এই দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা কেটে গিয়েছে। ফলে স্মার্টফোন থেকেই যে এই সমস্যা হয়েছে, তাই নিয়ে কোনো সন্দেহ নেই।