নৌকায় জন্ম নৌকায় মৃত্যু, নৌকায় যাদের বসবাস তারা হলেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের মান্তা সম্প্রদায়।
অদ্য ১৯শে জানুয়ারি ২০২৩ তারিখ( বৃহস্পতিবার) সকালে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখার আয়োজনে মান্তা পল্লীতে প্রত্যেক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমীয় প্রাপন চক্রবর্তী অর্কর প্রতিশ্রুতিতে সারাদেশের ন্যায় পটুয়াখালীতেও এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে বলে জানান পটুয়াখালী জেলা শাখার সভাপতি ফারহানা মিশু টুম্পা।
বৃহস্পতিবার সকালে সাথী বোডিং এর সামনে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন রাঙ্গাবালী উপজেলা শাখার উপদেষ্টা এডভোকেট জসীম উদ্দীন, পটুয়াখালী জেলা শাখার সভাপতি ফারহানা মিশু টুম্পা, সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার ইবু, এশিয়ান টেলিভিশনের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি আইয়ুব খান, গলাচাপা উপজেলা শাখার সদস্য তৌফিক হাসান ও আরিফুল ইসলাম অবদান, রাঙ্গাবালী উপজেলা শাখার সদস্য বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সদস্য বৃন্দ।
অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার ইবু বলেন, ধ্রুবতারা অসহায়, আদিবাসী, ট্রানজেন্ডার, নারী ও শিশু সহ সারাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সোনারচড় খ্যাত এই মান্তা সম্প্রদায়ের পাশে ধ্রুবতারা আছে, থাকবে। মান্তাদের বিভিন্ন প্রশিক্ষণ, কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ, বড়বাইশদিয়ায় রাখাইন সম্প্রদায়ের পাশে ও তাদের উন্নয়নে পরবর্তীতে ধ্রুবতারা কাজ করবে বলে আস্বস্ত করেন।