একদিনের ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি এক ভারতীয়র। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকান ক্রিকেট ইশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার। এরপর আরও তিন ভারতীয় ক্রিকেটার ডাবল সেঞ্চুরি হাঁকান ৫০ ওভারের ক্রিকেটে। সেই তালিকায় আজ নিজের নাম তুললেন শুভমন গিলও।
নিউজিল্যান্ড বোলারদের তুলোধোনা করে শচীন, শেবাগ, রোহিত, ঈশানদের পাশে নাম লেখালেন এই তরুণ ক্রিকেটার।
আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুটা প্রত্যাশামাফিক না হলেও ইনিংস উদ্বোধন করতে নামা গিল একাই সচল রাখেন ভারতের রানের চাকা। উইকেটের অপর প্রান্তে আজ ভারতের অন্য ব্যাটাররা ছিলেন স্রেফ দর্শক। কিউইদের তুলোধোনা করে গিলের তুলে নেওয়া ডাবল সেঞ্চুরি সবাই যেন উপভোগ করেন।
আগে ব্যাট করা ভারত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ৩৪৯ রান। এর মধ্যে ২০৮ রানই আসে গিলের ব্যাট থেকে। আশ্চর্য করা বিষয়, গিলের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর আসে রোহিত শর্মার ব্যাট থেকে। সেও মোটে ৩৪ রান! অর্থাৎ, গিলের একার ব্যাটেই বিশাল এক সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।
গত ডিসেম্বরে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ঈশান কিষান। বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে এই ওপেনার খেলেছিলেন ২১০ রানের দর্শনীয় এক ইনিংস। সেই ডাবল সেঞ্চুরির এক মাস পর আরেক ভারতীয় ওপেনার ঢুকলেন ডাবল হান্ড্রেডের ক্লাবে। মজার ব্যাপার হচ্ছে, শুধু ঈশান-গিল নয়, ভারতের হয়ে অন্য তিন ডাবল সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলার, বীরেন্দর শেবাগ এবং রোহিত শর্মাও ওপেনিংয়ে নেমেই এই মাইলফলক স্পর্শ করেছিলেন।
তবে গিলের ডাবল সেঞ্চুরি অনন্য হয়ে থাকছে একটি কারণে। ২৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরির মালিক এখন গিল। ইতিহাসের পাতায় নিজের তোলার দিনে টানা তিন ছক্কা হাঁকিয়ে মাইলফলক স্পর্শ করেন গিল। থামেন ইনিংসের একদম শেষদিকে। থামার আগে অবশ্য ১৪৯ বলে ২০৮ রানের স্মরণীয় ইনিংসটি খেলে ফেলেন তিনি। যা তিনি সাজান ১৯ চার আর ৯ ছয়ের মারে।