বলিউড অভিনেতা হৃতিক রোশন। নতুন বছরের শুরুতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে রীতিমত ঝড় তুললেন এই অভিনেতা। সিক্স প্যাকের ছবি শেয়ার করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। নিজেই নিজের ছবি তুলে চমক দিলেন অনুরাগীদের।
বছরের শুরুতেই এ কেমন চমক নিয়ে ধরা দিলেন হৃতিক? তা নিয়ে স্যোশাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। বছরের শুরুতেই যে প্রিয় তারকার থেকে এমন চমক পাবেন, তা আশাও করতে পারেননি অনুরাগীরা। কালো জিমের পোশাকের আড়ালে স্পষ্ট দেখা যাচ্ছে তাঁর ‘সিক্স প্যাক’। মেদের চিহ্নমাত্র নেই। উল্টে শরীরের প্রতিটি ভাঁজে ফুটে উঠেছে শারীরিক কসরতের কারুকাজ।
জিমের আয়নার সামনে দাঁড়িয়ে, নিজের ফোনের ক্যামেরাতেই ছবি তুলছেন তিনি। পিছনে সাজানো রয়েছে জিম করার নানা রকম যন্ত্রপাতি। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ঠিক আছে। চলো শুরু করা যাক। ‘
ছবি পোস্ট করা মাত্রই অনুরাগীদের মন্তব্য উপচে পড়েছে। বাদ যাননি তাঁর সিনেমা জগতের সহকর্মীরাও। হৃতিকের মন্তব্যের সমর্থনে অভিনেতা বরুণ ধাওয়ান লিখেছেন, ‘তবে তা-ই হোক’।