বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল। সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। (স্বামী রাজের) তাঁর আচার-আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতি নাই। তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম।
‘ সংসার ভাঙার কারণ এমনটিই জানিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমনি।
স্বামী রাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদ শিগগির হচ্ছেন বলেও জানান পরীমনি। বলেন, ‘আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম। শিগগির বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। ‘
গতকাল শনিবার সকালে গণমাধ্যমে এসব কথা বলেন পরীমনি। তবে শরীফুল রাজ এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি।
ঢালিউড দম্পতি রাজ-পরীর দুষ্টু-মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। তাদের ছোট্ট এক পুত্র সন্তানও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরর এই নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই স্বামী-সন্তানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে শেয়ার করেন পরী। শুক্রবার (৩০ ডিসেম্বর) হঠাৎ বিবাহবিচ্ছেদের ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন আলোচিত এই নায়িকা। তাতে স্তম্ভিত ভক্ত-অনুরাগীরা।
নতুন বছরের শুরুতে আজ রোববার ফের নিজের ভেরিফায়েড ফেসবুকে ছবিসহ একটি পোস্ট করেন পরীমনি। সেই ছবিতে দেখা যায়, একটি বালিশ ও বিছানায় রক্তের দাগ।
ছবির ক্যাপশনে লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা! আগামীকাল সংবাদ সম্মেলন…..আসছে। ‘
পরীমনির এই পোস্ট ঘিরে আবার তৈরি হয়েছে রহস্য। তবে কী সত্যিই বিয়ে ভাঙার পথে হাঁটছেন এই নায়িকা নাকি সব ঠিকঠাক করে আবার রাজের সঙ্গেই এক হবেন?