ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর-চাঁদপুর নৌ-পথে নরসিংহপুর ফেরিঘাটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে। তাই দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। কুয়াশার কেটে যাওযায় ভোর ৬টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।