সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। খেলোয়াড় হিসেবে আড়াই বছরের চুক্তি হয়েছে ক্লাবের সঙ্গে।
তবে এই মেয়াদ শেষ হলেও ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট থাকবেন এই কিংবদন্তী। ক্লাবটির সাথে ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তিনি।
শনিবার স্পানিশ দৈনিক মার্কা এ তথ্য জানিয়েছে।
বিশ্বকাপ চলাকালে মার্কা জানিয়েছিল সৌদির ক্লাব আল-নাসরে যোগ দিতে যাচ্ছেন রোনালদো। ২০৩০ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে যুক্ত থাকবেন তিনি। এর আগে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কচ্ছেদ ঘটে রোনালদোর। ক্লাবহীন অবস্থায় বিশ্বকাপ খেলেন এই পর্তুগীজ। এবার এশিয়ার লীগ মাতাতে দেখা যাবে তাকে।
চুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আল-নাসর ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। টুইটার পোস্টে ক্লাবটি লিখেছে, ‘ইতিহাস লেখা হচ্ছে। এই চুক্তির মাধ্যমে আমাদের ক্লাব, আমাদের লিগকে আরও বড় সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে। আমাদের ছেলে-মেয়েদের তাদের সেরাটা অর্জনের জন্য অনুপ্রাণিত করবে। ‘
আড়াই বছরের চুক্তিতে রোনালদো প্রতি মৌসুমে ক্লাবটি থেকে ২০০ মিলিয়নের বেশি পারিশ্রমিক পাবেন। এর মাধ্যমে তিনি হলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। পাঁচবারের ব্যালন ডি অর ও উয়েফা চ্যাম্পিয়ন লীগ বিজয়ী খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো।