ময়মনসিংহের ভালুকায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে রামিন খান (২৩) নামে প্রাণ গ্রুপের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ. মহাসড়কে উপজেলার ক্লাবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামিন খান ময়মনসিংহের গৌরিপুর উপজেলার হিম্মত নগরের আলম খানের ছেলে এবং গৌরিপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় প্রাণ গ্রুপের বিক্রয় প্রতিনিধি রামিন ভালুকা থেকে ভ্যান চালিয়ে ভরাডোবা যাচ্ছিলেন। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।