৭ ডিসেম্বর বিএনপি অফিসে পুলিশি অভিযানের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের আলোচনার জন্য ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে প্রতারণা করেছেন ক্ষমতাসীনরা। এটা রাজনীতির শিষ্টাচার বহির্ভূত।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পেশাজীবী পরিষদের সমাবেশে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ‘বিএনপি আন্দোলন না করলেও সরকারকে বিদায় নিতে হবে।
ক্ষমতা ছাড়ার বিকল্প নেই। ’ জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রীকে পদত্যাগের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তা না হলে এর থেকে সম্মানজনক বিদায় আর কিছু হবে না।
তিনি বলেন, ‘রক্তপাত বন্ধ করতে হবে। পুলিশকে জনগণের প্রতিপক্ষ না বানিয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিএনপি প্রধানমন্ত্রীর পতন চায় না, চায় সুষ্ঠু নির্বাচন। সেচ্ছায় পদত্যাগ না করলে পরিস্থিতি সহজ হবে না।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আওয়ামী লীগসহ নিজেদের নেতাকর্মীদের নিরাপত্তার জন্য হলেও স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে।