গাজীপুরের শ্রীপুরে বসতবাড়ীর একটি শৌচাগার থেকে অজ্ঞাত এক ছেলে শিশুর (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকার মনিরুজ্জামান শিতলের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের ধরণা, কে বা কারা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে শৌচাগারে লাশ রেখে পালিয়ে যায়।
বাড়ির ভাড়াটিয়া সাগর জানান, ‘বেলা সাড়ে এগারোটার দিকে বাসার শৌচাগারে গিয়ে দেখতে পাই একটি শিশু বাচ্চার লাশ পরে রয়েছে। পরে বাড়ির মালিককে জানালে তিনি পুলিশকে খবর দিলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। কে বা কারা, কখন লাশ রেখে গেছে সেটি জানা যায়নি’।
শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত শিশুর নাম পরিচয় শনাক্ত করা যায়নি। কে বা কারা এখানে লাশ রেখে গেছে সেটা শনাক্ত করতে বাড়ির সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।