ফ্রান্সের বিপক্ষে ঠিক কোন ছকে ফাইনালে নামবে আর্জেন্টিনা তা এখনো ঠিক হয়নি। দলের কোচ লিওনেল স্কালোনি প্রতি ম্যাচেই প্রতিপক্ষের ওপর ভালোভাবে পর্যবেক্ষণ করে দল সাজান। আগামীকাল লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের বিপক্ষেও কৌশলের খেলায় জেতার জন্য তিনটি ভিন্ন ছকে গতকাল আর্জেন্টিনাকে অনুশীলন করার স্কালোনি।
স্কালোনির সেই তিন ছক থেকে অনেকটাই বোঝা গেছে ফাইনালে আর্জেন্টিনার একাদশে দেখা যাবে ইনজুরি ফেরত ডি মারিয়াকে।
৫-৩-২ ছকেও আর্জেন্টিনার শুরু একাদশে ছিলেন ডি মারিয়া। ৪-৩-৩ ছকে দলকে যখন আবার অনুশীলন করার তখনো মূল একাদশের হয়ে অংশ নেন এই ফরোয়ার্ড। আর্জেন্টিনা কাল মাঠে নামতে পারে ৪-৪-২ ছকেও।মার্কোস আকুনিয়া এবং গনজালো মন্টিয়েলের হলুদ কার্ড উঠে যাওয়ায় এবং দলে আর কেউ ইনজুরিতে না থাকায় স্কালোনি কাল পূর্ণ ২৬ সদস্যই পাবেন স্কোয়াড সাজানোর জন্য। এর মধ্যে ৫-৩-২ ছকে দলকে খেলালে লিসান্দ্রো মার্টিনেজের খেলা নিশ্চিত। আর দুই উইংব্যাক হিসেবে থাকবেন আকুনিয়া এবং মলিনা। এরপর স্কালোনি খেলিয়েছেন ৪-৩-৩ ছকে। ডি মারিয়া শুরুর একাদশে থাকলে সাধারণত এ পদ্ধতিই অবলম্বন করেন আর্জেন্টিনা কোচ।
স্কালোনি প্রস্তুতি সেরেছেন ৪-৪-২ ছক দিয়ে। এক্ষেত্রে তিনি লিয়ান্দ্রো পারেদেসকে অতিরিক্ত মিডফিল্ডার হিসেবে খেলিয়েছেন। স্কালোনির কৌশল দেখে অন্তত এটুকু নিশ্চিত হওয়া গেছে যে, ফাইনালে তিনি ডি মারিয়াকে শুরু থেকেই খেলাবেন। তিনি ফেরা মানে ফাইনালেও শুরুর একাদশে জায়গা হচ্ছে না স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের।
আর্জেন্টিনা যে তিন ছকে খেলতে পারে
৫-৩-২: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনিয়া; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
৪-৪-২ : এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনিয়া, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আনহেল দি মারিয়া; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
৪-৩-৩: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনিয়া; রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; আনহেল দি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।