মঞ্চ প্রস্তুত বিশ্বসেরাদের বরণ করে নেওয়ার। বিশ্বের কোটি ফুটবল প্রেমীদের অপেক্ষা; প্রিয় তারকার হাতে শিরোপা দেখা। সেই সাথে প্রস্তুত কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়াম। দিন গড়ালেই আরও একটি মহাকাব্যিক ফাইনাল।
স্বপ্ন ছুঁয়ে দেখার দ্বারপ্রান্তে দুটি দল আর্জেন্টিনা ও ফ্রান্স। ম্যাচটি মাঠে গড়াবে রোববার রাত ৯টায়।
মহাকাব্যিক ফাইনালের আগে জমে উঠেছে চায়ের কাপের আড্ডা। নিজেদের দলকে প্রতিপক্ষের থেকে এগিয়ে রাখছে তারা। দুই দলের সমর্থকরা মজেছেন তর্কে। তবে সেই তর্কে নেই কোনো প্রতিহিংসা; বরং মিশে আছে প্রিয় দলের প্রতি তীব্র অনুরাগ।
স্বপ্নের বিশ্বকাপ ট্রফির সামনে দাঁড়িয়ে চলুন দেখে আসা যাক ফাইনালের পরিসংখ্যানে এগিয়ে কোন দল।
ফাইনালের পরিসংখ্যানে অবশ্য ফরাসিদের থেকে অনেকটাই এগিয়ে আর্জেন্টিনা। ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর কাতার বিশ্বকাপের আগ পর্যন্ত মোট ৫ বার ফাইনালে পা রেখেছে লাতিন আমেরিকার দলটি। যেখানে দুইবার শিরোপা উচিয়ে ধরেছে আলবিসেলেস্তেরা। ১৯৭৮ ও ১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ের পর ১৯৯০ ও সবশেষ ২০১৪ সালে শিরোপার খুব কাছে গিয়েও খালি হাতেই ফিরতে হয়েছে আর্জেন্টিনাকে। এই দুইবারই আর্জেন্টিনাকে হতাশ হতে হয়েছে জার্মানির কাছে। এর আগেও প্রথম বিশ্বকাপ; অর্থাৎ ১৯৩০ সালের সেই বিশ্বকাপেও ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। তবে উরুগুয়ের বিপক্ষে শিরোপা উচিয়ে ধরা হয়নি। আবারো বিশ্বকাপ যেখানে ৩৬ বছরের শিরোপা খরা ঘুচাতে মুখিয়ে আছে মেসির আর্জেন্টিনা।
বিপরীতে এখন পর্যন্ত মোট তিনবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে ফ্রান্স। ১৯৯৮ সালে প্রথমবার ফাইনালে উঠেই শিরোপা উচিয়ে ধরে ফ্রান্স। সেবার ফরাসিদের বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দিয়েছেন ফরাসিদের বর্তমান কোচ দিদিয়ের দেশম। এরপর ২০০৬ বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়ে মেজাজ হারায় তখনকার সময়ের সেরা ফুটবলার জিনেদিন জিদান। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। শিরোপা জিতেনি তার দলও। এরপর এই দেশমের অধীনেই ২০১৮ বিশ্বকাপের ফাইনালে উঠে দ্বিতীয়বারের মতো ট্রফি জয়ের আনন্দে ভাসে ফরাসিরা। দেশনের অধীনে আরো একবার বিশ্ব মঞ্চে শিরোপার খুব কাছে ফরাসিরা। যেখানে জিতলে রেকর্ড গড়বেন দেশম। সেই সাথে টানা দ্বিতীয় শিরোপা উচিয়ে ধরবে তার দল।