চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যার্থ ইয়াসির আলী। ব্যক্তিগত ৫ রানে আক্সার প্যাটেলের বলে বোল্ড আউট হয়ে ফিরেছেন সাজঘরে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ দিনের শুরুটা দারুণ করেছিল। শান্তর ফিফটির পর অভিষেক টেস্টে অর্ধশতকের দেখা পান জাকির হাসান।
বিনা উইকেটে ১১৯ রান নিয়ে মধ্যহ্ন বিরতিতে যায় টাইগাররা। বিরতির পর মাঠে নেমে ব্যক্তিগত ৬৭ রানে সাজঘরে ফেরেন শান্ত। ১৩ ইনিংস পর ফিফটি করলেও ইনিংসটি আর বড় করতে পারেননি শান্ত।
শান্ত আউট হলে ব্যাট করতে নামেন ইয়াসির আলী। প্রথম ইনিংসে ৪ রান করা ইয়াসির দ্বিতীয় ইনিংসে করলেন মাত্র ৫ রান। আক্সার প্যাটেলের বলে ফিরেছে বোল্ড আউট হয়ে।
ইয়াসিরের আউটের পর জাকির হাসানের সঙ্গ দিতে মাঠে নেমেছেন নিটন দাস। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৪৫ রান। জাকির হাসান অপরাজিত আছেন ৭০ রানে।