কাতার বিশ্বকাপে ব্যর্থতার জন্য কোচের পদ থেকে ফার্নান্দো সান্তোসকে বরখাস্ত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে আসর থেকে ছিটকে যায় পর্তুগাল। বিশ্বকাপে দলের ব্যর্থতার দায়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়া দলগুলো কোচের পদত্যাগ বা বরখাস্ত হওয়ার ঘটনা এই প্রথম নয়।
মরক্কোর সাথে হেরে বাদ পড়া স্পেনের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন স্পেনের কোচ লুইস এনরিকে। ব্রাজিল ও নেদারল্যান্ডসের বিদায়ের পর কোচের দায়িত্ব ছেড়ে দেন তিতে ও লুইস ভন হাল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এফপিএফ জানিয়েছে, ‘জাতীয় দলের প্রধান হিসেবে ফার্নান্দো সান্তোসের মতো একজন কোচ ও মানুষকে পাওয়াটা সম্মানের। আটটি অসাধারণ বছর সেবা প্রদান করার জন্য এফপিএফ ফার্নান্দো সান্তোস ও তার টেকনিক্যাল টিমকে ধন্যবাদ জানাচ্ছে এবং এটাও বিশ্বাস করে পর্তুগিজরাও তাকে ধন্যবাদ জানাতে চায়। এফপিএফ বোর্ড এখন জাতীয় দলের নতুন কোচ খোঁজার কাজ শুরু করবে। ‘
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সঙ্গে ইউরো ২০২৪ পর্যন্ত চুক্তি ছিল সান্তোসের। ৬৮ বছর বয়সী এই কোচ ২০১৪ সালের অক্টোবরে ক্রিস্তিয়ানো রোনালদোদের দায়িত্ব নেন। পর্তুগালকে ২০১৬ ইউরো ২০১৯ উয়েফা নেশন্স নেশন্স লিগের শিরোপা জেতান তিনি। সান্তোসের অধীনে ১০৯ ম্যাচ খেলে ৬৮টিতে জয় পেয়েছে সেলেসাও দাস কুইনাসরা। ২১টি ড্রর বিপরীতে হার ২০টি ম্যাচে।
তারকাঠাসা দল নিয়েই কাতারে পাড়ি জমিয়েছিল পর্তুগাল। গ্রুপ পর্ব ও শেষ ষোলো সফলভাবে পার করলেও কোয়ার্টার ফাইনালে আফ্রিকান দল মরক্কোর সঙ্গে আর পেরে উঠেনি সান্তোসের দল। ফলে খালি হাতে বিদায় নিতে হয় রোনালদো-ব্রুনো ফার্নান্দেসদের। শক্তির বিচারে পিছিয়ে থাকা মরক্কোর বিপক্ষে হেরে বসে সান্তোসের দলে। নকআউটের শেষ দুটি ম্যাচে রোনালদোকে শুরুর একাদশ থেকে বাদ দিয়েছিলেন এই কোচ। এই সিদ্ধান্তে তৈরি হয় অনেক আলোচনা-সমালোচনা। এরপরই উঠে পর্তুগিজদের ২০১৬ ইউরো জেতানো কোচের দায়িত্ব ছাড়ার গুঞ্জন।