আগের দিন ৮২ রানে থাকা শ্রেয়াস আয়ারকে এদিন দ্রুতই ফিরিয়েছিলেন ইবাদত। তবে শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি সেই চাপ। কুলদ্বীপ যাদবকে নিয়ে লড়াইটা চালিয়ে গেছেন রবিচন্দন অশ্বিন। এই দুই ব্যাটারের নৈপুণ্যে বড় সংগ্রহের পথে ভারত।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৭ উইকেট খরচায় ৩৪৮ রান। ৮১ বল থেকে ৪০ রান ক্রিজে আছেন অশ্বিন। অপর প্রান্তে ২১ রানে তাকে সঙ্গ দিচ্ছেন যাদব।
এদিন দিনের শুরুতে ৮৬ রানে এবাদতের বলে বোল্ড হয়ে ফিরে যান শ্রেয়াস। আর তাকে স্যালুট জানিয়ে নিজের চিরচেনা উদযাপন করেন এবাদত।
এর আগে দিনের খেলার শুরুতে এবাদতের বলেই আয়ারের ক্যাচ ছেড়েছিলেন লিটন দাস। এদিনও ৮৫ রানে থাকা অবস্থায় ফাইন লেগে আয়ারের ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন লিটন। তবে সুযোগটা কাজে লাগাতে পারেননি ডানহাতি এ ব্যাটার। ১ রান যোগ করতেই ফিরতে হয় তাকে।
এর আগে চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে চেতেশ্বর পূজারার ৯০ রানে ভর করে ৬ উইকেট খরচায় ২৭৮ রান জমা করে ভারত। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম।