পটুয়াখালীতে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সদস্যদের নিয়ে সংবাদ, গল্প ও স্টোরি লেখা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় অপরাজেয় বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এনসিটিএফ জেলা শাখার সভাপতি রুবাইয়াত হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিউন নিহার অনির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ ও এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম।
কর্মশালায় এনসিটিএফ সদস্য ও ইয়েস বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় এনসিটিএফ সদস্যদের ছবি তোল, শিশুর প্রতি সহিংসতার ঘটনা ও নির্যাতন বিষয়ক প্রতিবেদন, শিশু অধিকার ও সুরক্ষা এবং সফলতা বিষয়ক প্রতিবেদন লেখার নিয়ম কানুন শেখানো হয়েছে।