আওয়ামী লীগকে লাল কার্ড দেখাতে এসে ১০ ডিসেম্বর বিএনপিকেই জনগণ লাল কার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্বময় সংকটের কারণে এবার আওয়ামী লীগের সম্মেলন হবে সাদামাটা। কোনো আলোকসজ্জা করা হবে না।
তবে উপস্থিতি হবে বিশাল। ’
নিজের দলের মধ্যে বিএনপিকে গণতন্ত্রের চর্চা বাড়ানোর আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির ঘরে গণতন্ত্র নেই। তাদের মুখে গণতন্ত্র মানায় না। বিএনপি আগে ঘরে গণতন্ত্র প্রতিষ্ঠা করুক। ’
বিএনপির ১০ দফা দাবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি পাগল হয়ে গেছে। তারা উদ্ভট কথা-বার্তা বলছে। সমাবেশ থেকে ঘোষিত তাদের ১০ দফা অনেক পুরনো। এতে নতুন কিছু নেই। ’
২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিলের দিন বিএনপিকে ঢাকায় গণমিছিল না করার আহ্বান জানান ওবায়দুল কাদের। প্রস্তুতি সভার শেষের দিকে একজন জানান, বিএনপি ২৪ ডিসেম্বরের গণমিছিল প্রত্যাহার করেছে। তখন কাদের বলেন, ‘তাদের শুভ বুদ্ধির উদায় হয়েছে। ’
এ সময় অহেতুক সংঘাতের উসকানি না দিতে বিএনপির প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।