ফুটবল উন্মাদনায় অনেকটাই ভাটা পড়েছে বাংলাদেশ-ভারত সিরিজ। তবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়ানডে সিরিজ জেতায় মাঠে ফিরেছে দর্শক। ওয়ানডে সিরিজ শেষ বলে আবারও কমে যেতে পারে দর্শক। যদি না পারফর্ম করে দর্শক টানতে পারেন সাকিব আল হাসানের দল।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল ৯টা ৩০ মিনিটে।
এদিকে বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাত ১টায় মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ দলের একাধিক ক্রিকেটার আর্জেন্টিনার সমর্থক। অধিনায়ক সাকিব আল হাসান তো কাতারে বসেই মেসিদের বিশ্বকাপের ম্যাচ দেখে এসেছেন। কাজেই রাত জেগে খেলা দেখার সম্ভাবনা রয়েছে ক্রিকেটারদের। তবে এ ব্যাপারে অনীহা আছে রাসেল ডমিঙ্গোর।
রাত জেগে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ দেখার পক্ষে নন টাইগারদের কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে রাত জেগে খেলা দেখলে হতাশ হবেন তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ শুরুর আগের দিন আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। জানালেন সকালে খেলা থাকলে আপনি রাত জেগে খেলা দেখতে পারেন না।
ডমিঙ্গো ক্রিকেটারদের খেলা দেখা নিয়ে বলেন, ‘সকালে ম্যাচ আপনাকে ঘুমাতে যেতে হবে। খুবই সাধারণ বিষয়। ভোর তিনটায় রাত জেগে আপনি খেলা দেখতে পারেন না, যখন সকাল সাড়ে নয়টায় টেস্ট ম্যাচ শুরু হবে। আমার মনে হয়, খেলা দেখা হবে স্টুপিড ব্যাপার। তারা যদি এটা করে, আমি খুব হতাশ হবো। ’