কৃষকের ঘরে উঠছে নতুন আমন ধান। পুরানো ধানের মজুদও আছে পর্যাপ্ত। এছাড়া আমদানি চালও রয়েছে বাজারে। আমন ধানের বাম্পার ফলনে চট্টগ্রামে কমতে শুরু করেছে চালের দাম।
চট্টগ্রামের বড় চালের পাইকারি বাজার পাহাড়তলী ও চাক্তাইয়ে কয়েকদিনে দাম কমেছে বস্তা প্রতি ১শ থেকে ২শ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি কমেছে মোটা আতপ ও সিদ্ধ চাল। চিকন চালের দাম কমতির দিকে হলেও সুগন্ধি চালে স্বস্তি ফেরেনি।
সুগন্ধি চালের দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। পাইকাররা বলছেন, উত্তরবঙ্গের চাল সিন্ডিকেটে জিম্মি ব্যবসায়ীরা। যে কারণে সুগন্ধি চাল নিয়ে চলছে চালবাজি।
বাজারে চালের দাম কিছুটা কমলেও ক্রেতাদের অভিযোগ, যেভাবে হু হু করে বেড়েছে চালের দাম সেভাবে কমেনি।
বর্তমানে পাইকারিতে সিদ্ধ চাল বস্তায় ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়। এছাড়া স্বর্ণা সিদ্ধ চালের দাম ১৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ২ হাজার ৭০০ টাকা, নাজিরশাইল সিদ্ধ বস্তায় ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ টাকায়।