জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ জাতীয় অভিযোজন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বে রোল মডেল। এ খাতে আমাদের জিডিপি’র ৬-৭ শতাংশ ব্যয় হচ্ছে। ’
রোববার (১১ ডিসেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে গ্লোবাল হাব অন লোকালি লেড অ্যাডাপ্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গণভবন থেকে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুনও যুক্ত ছিলেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী, ব্রিটিশ হাইকমিশনার ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন-জিসিএ’র প্রধান নির্বাহীও বক্তব্য রাখেন।