চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে পিস্তুল গুলি ও ম্যাগজিনসহ চার জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিম ভাঙ্গা গ্রামের মো. রেজাউলের ছেলে ইসাহাক আলী (৩০), মো. মজিবুর রহমানের ছেলে জনি ইসলাম, শামছুল হকের ছেলে ফারুক হোসেন ও জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর পশ্চিমপাড়ার মো. মিন্টু মিয়ার ছেলে জাকির হোসেন।
গতকাল শনিবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামে অভিযান চালানো হয়।
এ সময় আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার এবং একটি মাইক্রোবাসসহ নগদ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়।
আজ রোববার সকালে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।