ফুটবল বিশ্বকাপে নিজ দেশের অংশগ্রহণ না থাকলেও বৈশ্বিক এ মহাযজ্ঞ ঘিরে বাংলাদেশের মানুষের উন্মাদনার কোনো কমতি নেই। বিশেষ করে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে দুই ভাগে ভাগ হয়ে যান লাল-সবুজের দেশের ফুটবল সমর্থকরা। এতদিন একটা কথা শোনা যেত: যাদের জন্য এ দেশের মানুষ মধ্যরাতে গলা ফাটায়, বাসার ছাদ ছেয়ে যায় ভিনদেশি পতাকায়; তারাই তো ঠিকমতো বাংলাদেশকে চেনে না। তবে এমন ধারণায় বদল হচ্ছে এখন।
লাতিন দুই পরাশক্তিকে নিয়ে বাংলাদেশের উন্মাদনার খবর সোশ্যাল মিডিয়ার বরাতে এরই মধ্যে জেনে গেছে সবাই। ফিফা কিংবা আর্জেন্টিনার গণমাধ্যমে বারবার উঠে আসছে বাংলাদেশ প্রসঙ্গ। এবার আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ জানিয়ে টুইট করেছে দেশটির ফুটবলের অফিশিয়াল পেজে।
আর্জেন্টিনা লিগের অফিশিয়াল পেজে শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার সময় রাবিতে আনন্দ মিছিলের ছবি পোস্ট করা হয়। এটি দেখতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন রাবি শিক্ষার্থীরা। অনেকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পরিবার গ্রুপ ও নিজস্ব টাইমলাইনে এ ছবি শেয়ার করে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ জানাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী আজম খান বলেন, ফুটবলে আমরা আর্জেন্টিনার সমর্থন করি। তাদের প্রতি আমাদের ভালোবাসা সবসময়ে। যখন সেই ভালোবাসার প্রতিদান তারাও দেয় এতে আমাদের আনন্দের শেষ থাকে না।
রসায়ন বিভাগের রাতুল নামের আরেক শিক্ষার্থী বলেন, আর্জেন্টিনার অফিশিয়াল পেজে আমাদের রাবির প্যারিস রোডের আনন্দ মিছিলের ছবি প্রকাশ করেছে। দলের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। আমাদের পরিপূর্ণ আত্মবিশ্বাস আছে এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে। আর্জেন্টিনার জয়ে পুরো বিশ্ব জয়গানে মেতে উঠবে বলে প্রত্যাশা এ ফুটবলভক্তের।
এর আগে টেলিভিশনের সংবাদ উপস্থাপিকার গায়ে আর্জেন্টিনার জার্সি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মেসির গোল উদ্যাপন এবং পাড়া-মহল্লায় জায়ান্ট স্ক্রিনে ম্যাচ উপভোগ, আনন্দ র্যালি সবকিছুই নিজেদের প্রতিবেদনে তুলে ধরেছিল আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। প্রতিবেদনে তারা লিখেছে: ‘আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যকার ম্যাচটি বাংলাদেশের রাজধানী ঢাকায় এমনভাবে উপভোগ করা হয়েছে যেন সেটা আমাদেরই দেশ। অসাধারণ!’ছোট ছোট এ বিষয় নিঃসন্দেহে আরও অনুপ্রাণিত করবে বাংলাদেশের আকাশি-সাদা সমর্থকদের। এর আগে, ফিফা বাংলাদেশের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের ছবি টুইট করেছিল।
কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। আগামী ১৩ ডিসেম্বর সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে তারা।