ঘরের মাঠ চট্টগ্রামে ওয়ানডের পর টেস্টও খেলা হচ্ছে না তামিম ইকবালের। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে চোটের কারণে দল থেকে ছিটকে পড়েন তামিম। তখনই ধারণা করা হচ্ছিল, প্রথম টেস্টেও তাকে হয়তো পাওয়া যাবে না। সেই শঙ্কা সত্যি হলো।
আজ ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ সদস্যর সেই দলে নেই তামিমের নাম। রাখা হয়নি পেসার মুস্তাফিজুর রহমানকেও।
চট্টগ্রাম টেস্টের দলে চমক জাকির হাসান। অভিষেকের অপেক্ষায় থাকা এই ব্যাটার ‘এ’ দলের হয়ে পারফর্ম করে জাতীয় দলে জায়গা করে নিয়েছে। কিছুদিন আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশকে হারের হাত থেকে উদ্ধার করেন তিনি। দলে আছেন পেসার রেজাউর রহমান রাজাও। টেস্ট দলে আরও আগেই ডাক পেলেও এখনো জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি এই পেসারের।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান, এনামুল হক বিজয়।