গাজীপুরের শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট একযোগে কাজ করছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় আগুনের সূত্রপাত ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিস জানিয়েছে, নতুন বাজার এলাকায় এস. বি. এস টেক্সটাইল মিলস্ লিমিটেড নামের কারখানা তুলার গুদামের এ আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জাআনায়, প্রথমে ৩টি ইউনিট যোগ আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলেও ভয়াবহতা বৃদ্ধি পাওয়ায় আরও ৪টি ইউনিট যোগ দিয়েছে। তবে আগুন লাগার কারণ স্পষ্ট জানায়নি ফায়ার সার্ভিস।