দেশের সিনেমাপ্রেমীদের মন জয় করেছে বহুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। এবার কলকাতা শহরসহ পশ্চিমবঙ্গের আন্যান্য জেলায় বইবে ‘হাওয়া’। সব ঠিকঠাক থাকলে আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যমের সংবাদে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর ছবিটি মুক্তি পাবে কলকাতা শহরসহ পশ্চিমবঙ্গের আন্যান্য জেলায়
এ ছাড়া ৩০ ডিসেম্বর ‘হাওয়া’ মুক্তি পাবে দেশের অন্যান্য রাজ্যে।
আজ (৮ ডিসেম্বর) চঞ্চল চৌধুরী তার ফেসুবকেও জানিয়েছেন কলকাতায় ‘হাওয়া’ মুক্তির কথা।
কলকাতায় সিনেমাটির পরিবেশক রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। পরিবেশক সংস্থার সূত্রের খবর, এরই মধ্যে পশ্চিমবঙ্গে সিনেমাটির সেন্সর হয়ে গেছে। সার্টিফিকেট হাতে পাওয়ার অপেক্ষায় সংস্থাটি। সেন্সর সার্টিফিকেট পেলে মুক্তিতে আর কোনো বাধা নেই।