এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আজ বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ভারতকে ৫ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে লিটন দাসের দল।
মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশ জয়ের জন্য ভারতকে ছুঁড়ে দিয়েছিল ২৭২ রানের লক্ষ্য। সেই রান তাড়ায় নেমে ভারত শুরুতে ছিল ভীষণ চাপে।
এরপর শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেলের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। শেষদিকে রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে ভারত জাগিয়েছিল জয়ের সম্ভাবনাও। তবে শেষ হাসি হাসে বাংলাদেশই। ভারতকে ২৬৬ রানে থামিয়ে দিয়ে সিরিজ জয়ের আনন্দে মাতে লিটন-সাকিবরা।
রান তাড়ায় নেমে ভারত দ্বিতীয় ওভারেই হারায় চোট আক্রান্ত রোহিত শর্মার জায়গায় ইনিংস উদ্বোধন করতে নামা বিরাট কোহলিকে। মিরাজকে চার মেরে ইনিংস শুরু করা কোহলি পরের ওভারে এবাদতের শর্ট লেংথের বলটা পুল করতে গিয়ে ইনসাইড-এজে বোল্ড হন। ফেরেন মাত্র ৫ রানে। পরের ওভারে ধাওয়ানকেও হারায় ভারত। তৃতীয় ওভারে পঞ্চম বলে মুস্তাফিজের ছোড়া স্লো বাউন্সারে ভড়কে যান ভারতের ওপেনার। ৮ রান করা ধাওয়ান ক্যাচ দেন পয়েন্টে। মিরাজ সেই ক্যাচ লুফে নিলে ১৩ রানেই ২ উইকেট হারায় ভারত।
শুরুতে দুই ওপেনারকে হারানো ভারতকে টেনে তোলার চেষ্টা করছিলেন শ্রেয়াস আইয়ার এবং ওয়াশিংটন সুন্দর। তবে ওয়াশিংটন পাওয়ারপ্লের শেষ বলে সাকিব আল হাসান বলে ক্যাচ দেন শর্ট মিড-উইকেটে থাকা বাংলাদেশ অধিনায়ক লিটন দাসকে। লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে ধীরগতির স্পিনে বোকা বনে যান ওয়াশিংটন।
উইকেটে সেট হয়ে যাওয়া আইয়ারের সঙ্গে একটা জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টায় নেমেছিলেন লোকেশ রাহুল। তবে ১৯তম ওভারের তৃতীয় বলে রাহুলকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মিরাজ। তার নিচু হওয়া বলটা আড়াআড়ি খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি রাহুল। প্যাডে আঘাত করে বল। মিরাজের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দেন মাসুদুর রহমান মুকুল। ৬৫ রানেই চতুর্থ উইকেট হারায় ভারত।
এরপরই শুরু ভারতের ঘুরে দাঁড়ানো। পঞ্চম উইকেট জুটিতে অক্ষর প্যাটেলকে নিয়ে ১০৭ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন আইয়ার। অবশ্য তার ফেরাতেই ভাঙে এই জুটি। সেঞ্চুরির পথে থাকা আইয়ারকে ফেরান মিরাজ। ওভারে এক ছক্কা হাঁকানোর পর মিরাজকে আবারও তুলে মারতে গিয়ে ডিপ মিড-উইকেটে আফিফকে ক্যাচ দেন ৮২ রান করা আইয়ার।