রাষ্ট্রীয় সফরে সৌদি আরব যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপেং। আগামী বৃহস্পতিবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে সৌদিতে যাওয়ার কথা রয়েছে তার।
সিএনএনের খবরে বলা হয়, এ সফরে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সাথে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রিয়াদ সফরে যাচ্ছেন জিনপেং। সৌদির রাজধানী রিয়াদে শি জিনপেং এর সফরের সময় সেখানে চীন-আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনে বলা হয়, রিয়াদে ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনের ওই সফরে চীন-জিসিসি সম্মেলন হওয়ার কথাও রয়েছে। যদিও এ সফর নিয়ে গত এক মাস ধরেই আগেই গুঞ্জন ওঠে। তবে এখন পর্যন্ত সৌদি আরব কিংবা চীন সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।