হাজার মাইল দূরে মরুর দেশ কাতারে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে খেলা ৩২টি দলের মধ্যে নেই বাংলাদেশের নাম। তবে তাতে বিশ্বকাপের উন্মাদনা এতটুকুও কমে যায়নি এদেশের ফুটবল প্রেমীদের। প্রিয় দল বেছে নিয়ে বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে সমগ্র বাঙালি জাতি।
গতকাল দিবাগত রাত ১টায় শুরু হয় ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচ। দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল।
ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাতেন নেইমার ভক্তরা। পিছিয়ে নেই তারকারাও। খেলা শেষে ব্রাজিলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন ব্রাজিল সাপোর্টার আলোচিত নায়িকা শবনম বুবলী।
তিনি লেখেন, ‘ওহ ব্রাজিল!! দিস ইজ কলড ওয়ার্ল্ডকাপ’ যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ‘ ওহ ব্রাজিল!! এটাকেই বলে বিশ্বকাপ। ‘
জনপ্রিয়তার তুঙ্গে ঢাকাই সিনেমার ‘কিং খান’ খ্যাত অভিনেতা শাকিব খান। দুই জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়ে ফের আলোচনায় এলেন। শবনম বুবলী রোববার গত ৪ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দীর্ঘ এক ভিডিওতে শাকিব খানের সঙ্গে তার নিজের এবং অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে কথা বলেন। সেটি পোস্ট করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়ে যায়।