দুর্বার গতিতে ছুটে চলছে কিলিয়ান এমবাপ্পে। সেই সাথে ছুটছে তার দল ফ্রান্স। ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সুইজারল্যান্ডের বিপক্ষেও সবশেষ ম্যাচে জোড়া গোল দিয়ে জয়ের নায়ক এমবাপ্পে।
যেভাবে ছুটছেন তাতে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার তিনি। তবে ম্যাচ শেষে এমবাপ্পে জানিয়েছেন গোল্ডেন বুট নয় তার নেশা বিশ্বকাপ জয়।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে মাঠে নামে ৪ গোল করেছেন এমবাপ্পে। রীতিমতো উড়ছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। বিশ্বকাপের ১১ ম্যাচে মাঠে নেমে ৯ গোল রয়েছে তার নামের পাশে। এরইমধ্যে ভেঙে ফেলেছেন ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপে ফরাসি তারকা জাস্ট ফন্টেইনের ১৩ ম্যাচে করা গোলের রেকর্ড। একইসঙ্গে তিনি ভেঙে দেন পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিওর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপের আট গোলের রেকর্ডও। ২৪ বছর ১৮২ দিন বয়সে ৮টি গোল করেছিলেন ইউসেবিও। এমবাপ্পে করলেন ২৩ বছর ৩৪৯ দিন বয়সে।
যেভাবে ছুটছেন এমবাপ্পে, তাতে টানা শিরোপা জয়ের স্বপ্ন দেখা শুরু করেছে ফরাসিরা। এমবাপ্পেও জানিয়েছেন তার স্বপ্নটাও বিশ্বকাপ জয়। সেই লক্ষেই নিজেকে প্রস্তুত করে কাতারে পা রেখেছেন তিনি।
তিনি বলেন, ‘অবশ্যই, বিশ্বকাপ আমার কাছে একটি নেশা। এটি আমার স্বপ্নের প্রতিযোগিতা। আমি এই প্রতিযোগিতাকে ঘিরে এবং এর জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু আমরা যে লক্ষ্য স্থির করেছি এবং যে লক্ষ্যটি নির্ধারণ করেছি তার থেকে আমরা এখনও অনেক দূরে। ’
চলতি বিশ্বকাপে এরইমধ্যে পাঁচ গোল দিয়ে ফেলেছেন পিএসজির এই ফরোয়ার্ড। রয়েছেন দারুণ ছন্দে। সব ঠিক থাকলে গোল্ডেন বুট পাওয়া তার জন্য সময়ের ব্যাপার। তবে সেসব নিয়ে চিন্তিত নন তিনি।
এমবাপ্পে বলেন, ‘আমার একমাত্র লক্ষ্য হল বিশ্বকাপ জেতা যার মানে এখন কোয়ার্টার ফাইনাল জেতা। এটাই আমি স্বপ্ন দেখছি। আমি এখানে গোল্ডেন বুট জিততে আসিনি। সেজন্য আমি এখানে নেই। আমি এখানে বিশ্বকাপ জিততে এবং ফরাসি জাতীয় দলকে সাহায্য করতে এসেছি। ’
এর আগেও ডেনমার্ক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন এমবাপ্পে। তবে পুরস্কার জিতলেও মিডিয়াতে কথা বলেননি তিনি। ফলস্বরূপ ফরাসি ফুটবল ফেডারেশনকে জরিমানা করেছে ফিফা। তবে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচসেরা হয়ে কথা বলেছেন তিনি। জানিয়েছেন কেন সবশেষ দুই ম্যাচে মিডিয়া থেকে দূরে ছিলেন তিনি।
তিনি বলেন, ‘অনেক লোকের প্রশ্ন ছিল, আমি কেন কথা বলছি না। কিন্তু এটা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যক্তিগত কিছু নয়। আমাকে এখন শুধু প্রতিযোগিতায় মনোনিবেশ করতে হবে। যখন আমার ফোকাস করতে হবে তখন সেটা ১০০ শতাংশ হওয়া দরকার। আমি অন্য বিষয়ে চিন্তা করে আমার শক্তি হারাতে পারি না। সেজন্য আগে কথা বলিনি। আমি জেনেছি যে ফেডারেশন জরিমানা পেতে চলেছে। তবে আমি ব্যক্তিগতভাবে এটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। ’