চুয়াডাঙ্গায় জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি পোষা পাখি ও কবুতরের হাট। প্রতি শুক্রবার জেলা শহরের বড়বাজারের কাছে মাথাভাঙ্গা ব্রিজের নিচে এ হাট বসছে। দূর-দূরান্ত থেকে হাটে আসছেন পাখিপ্রেমীরা।
হাটজুড়ে নানা রঙের পাখি।
সাদা, কাল, ধূসর, বাদামি, লাল পাখিদের নামও নানা রকম। কোনো কোনো পাখি দেশি আবার কোনোটি ভিনদেশি। ককাটেল, বাজরিগার, জাভা, লাভবার্ড, অস্ট্রেলিয়ান ঘুঘু আর নানা জাতের কবুতর, কাকাতুয়ার দেখা মিলছে চুয়াডাঙ্গার পাখির হাটে।
খামারিরা বলছেন, চুয়াডাঙ্গা জেলায় কয়েক হাজার পাখি খামারি থাকলেও ছিল না হাট। ফলে, অল্প কিছু দোকানির ওপর নির্ভলশীল ছিল পাখি বেচাকেনা।
চুয়াডাঙ্গা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমান জানান, কবুতর ও পাখি পালনে আগ্রহ বাড়াতেই এই হাট।
চুয়াডাঙ্গার পাখির হাট খামারি ও পাখিপ্রেমীদের উৎসাহিত করছে বলেও জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।