পটুয়াখালীর গলাচিপায় আগুনে পুড়ে বসতঘর ছাই হয়ে যাওয়ায় সর্বশান্ত হয়েছে পরিবার। উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিন চরখালী গ্রামে ৪ নম্বর ওয়ার্ডের সরদার বাড়িতে রবিবার (৪ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের সময় রান্না ঘর থেকে অগ্নিকান্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই পরিবারের নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। তবে অগ্নিকা-ের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা কেউ-ই বলতে পারেন নি।
গলাচিপা সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টুটু জানান, গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের দক্ষিন চরখালী গ্রামে ৪ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ির আলাউদ্দিন সরদার (৪০) এর বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সময় আলাউদ্দিন সরদার ও পরিবারের কেউ ঘরে ছিল না। এ বিষয়ে আলাউদ্দিন সরদার জানান, আমার স্ত্রী অসুস্থ থাকায় আমার শ্বশুর বাড়ি গলাচিপায় থাকে। আমার ছেলে কুমিল্লা একটি কওমি মাদ্রাসায় পড়াশুনা করে এবং মেয়ে পটুয়াখালী মাদ্রাসায় পড়ে।
আমি সকাল ৯ টার দিকে পাকের ঘরে রান্না করে আমার বাড়ির উত্তর পাশের একটি জমিতে ধান কাটতে যাই। হঠাৎ দেড়টার দিকে আমার পাশের বাড়ির লোকজন ডাক চিৎকার দিলে আমি বাড়ি গিয়ে দেখি আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি কোথায় থাকব, আমার স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে থাকতে হবে।
এ বিষয়ে আলাউদ্দিন সরদারের ভাই মস্তফা সরদার ও আলামিন সরদার জানান, আমার ভাইয়ের ঘরে কেউ না থাকায় রান্না ঘর থেকে আগুন লেগে আমার ভাইয়ের ঘরে থাকা ফ্রিজ, টিভি, স্বর্ণালঙ্কার, খাট, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সে এখন পথে বসে গেল। এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, অগ্নিকান্ডের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ওই পরিবাটিকে সহায়তা করা হবে।