কাতার বিশ্বকাপে নিজেরা না খেললেও সমর্থনে পিছিয়ে নেই বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশেও ফুটবলপ্রেমীদের মধ্যে রয়েছে চরম উন্মাদনা। শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় মাঠে নেমে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপের দ্বিতীয় দল হিসেবে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা করে নিয়েছে দলটি।
এদিকে ঢালিউড নায়িকা পূজা চেরি আর্জেন্টিনার সাপোর্টার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত এই নায়িকা।
বিশ্বকাপে দলটির প্রত্যেকটি ম্যাচই দারুণ উচ্ছ্বাস নিয়ে উপভোগ করেছেন পূজা চেরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের সঙ্গে সেই অনুভূতি প্রকাশ করেছেন তিনি।
আর্জেন্টিনার প্রথম গোলের পরই উচ্ছ্বসিত হয়ে ফেসবুকে মেসিকে নিয়ে পোস্ট দেন পূজা। তিনি লেখেন, ‘লাভ ইউ মেসি। ’ সঙ্গে ভালোবাসার ইমোজিও জুড়ে দেন তিনি।
তার এমন ভালবাসা প্রকাশের ফলেই মেসির প্রেমে কতটা মজেছেন, সেটা উপলব্ধি করেছেন ভক্ত-অনুরাগীরা।
দ্বিতীয় গোলের পর তিনি আবার লেখেন, ‘আরেহ আরেকটা গোল। ’
ম্যাচের পুরো সময় জুড়েই ব্যাপক ছন্দ নিয়ে খেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর আর্জেন্টিনার এই প্রাণ ভ্রমরার প্রেমেই পড়েছেন ঢালিউডের পূজা।