ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যানচলাচল নিয়ন্ত্রণ, শব্দ দূষণ প্রতিরোধসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘দাবি মোদের একটাই, নিরাপদ ক্যাম্পাস চাই’ স্লোগানে টিএসসি, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, কলা ভবন, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর, আইন অনুষদ ও কার্জন হলসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
এসময় ১০ ডিসেম্বরের মধ্যে রুবিনা আক্তার হত্যাকাণ্ডের বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
তারা বলেন, ক্যাম্পাসে শিক্ষার কোনো পরিবেশ নেই। পুরো ক্যাম্পাস বহিরাগতদের নিয়ন্ত্রণে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতে প্রশাসনের উদাসীনতা রয়েছে বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে টিএসসি অভিমুখী সড়কে একটি প্রাইভেট কার রুবিনা আক্তার নামে এক নারীকে টেনে হিঁচড়ে নিয়ে বেপরোয়া গতিতে টিএসসি হয়ে নীলক্ষেতের দিকে যায়। এ ঘটনায় রুবিনার পরিবার শাহবাগ থানায় সড়ক আইনে একটি মামলা করে।