চট্টগ্রামের পলোগ্রাউন্ডের জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার পর তিনি বক্তব্য দেওয়া শুরু করেন।
ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবরা দেখে যান, পলোগ্রাউন্ডে এটা মহাসমাবেশ নয়, মহাসমুদ্র। তারা রাজশাহীতে সমাবেশ করেছে।
কিন্তু কত লোক হয়েছে? দশ হাজার লোক হলেও তারা বলে লাখ লাখ লোক।
ফখরুল সাহেবকে বলছি, মহাসাগরের গর্জন শুনতে পাচ্ছেন? আপনি না শুনতে পেলে আমির খসরু সাহেব, মীর নাসির সাহেব, নোমান সাহেব-আপনারা একটু দেখুন, চট্টগ্রাম শহরে আজ কী অবস্থা? সুতরাং তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামান। তত্ত্বাবধায়ক সরকার কখনো হবে? হবে না।
তিনি বলেন, বিএনপি মানে বাংলাদেশ নালিশ পার্টি। কেউ বিশ্বাস করে না তাদের। বড়লোকদের বাড়ির সামনে যেমন লেখা থাকে, কুকুর থেকে সাবধান। এখন বাংলার মানুষ বলে, ‘তারেক থেকে সাবধান’।