মাদারীপুর সরকারি কলেজ ছাত্রাবাসকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তবে বিকল্প ব্যবস্থা না থাকায়, বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে এখানে থাকা দুই শতাধিক শিক্ষার্থীকে।
১৯৮৫ সালে বানানো ছাত্রাবাসটিকে ২০১৩ সালে মৌখিকভাবে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সরকার। পরে মেরামতের মাধ্যমে আরও কিছুদিন ব্যবহার উপযোগী করে তোলা হয়।
তবে, চলতি বছরের শুরুতে মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে এই ছাত্রাবাসটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রেড নোটিশ টানিয়ে দেয়া হয়।
সরেজমিনে দেখা যায়, চার তলা ভবনের ছাত্রাবাসের অধিকাংশ জায়গায় বড় বড় ফাটল। ছাদ ও বিমের পলেস্তরা খুলে বের হয়ে আছে রড। বাথরুমের পাইপ বেয়ে পড়ছে নোংরা পানি। এমন বেহাল দশা মাদারীপুর সরকারি কলেজ ছাত্রাবাসের।
তবে বিকল্প ব্যবস্থা না থাকায়, বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে এখানে থাকা দুই শতাধিক শিক্ষার্থীকে। নতুন হোস্টেল নির্মাণের দাবি শিক্ষার্থীদের।
শিগগির নতুন হোস্টেল নির্মাণ করার আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। ঝুঁকি নিয়ে হোস্টেলে থাকার কথা স্বীকার করলেন হল সুপার সাইদুর রহমান নিজেও। ১০০ শয্যা বিশিষ্ট একটি ছাত্রাবাসের তৈরির দাবীতে শিক্ষা অধিদপ্তর বরাবর চিঠি পাঠানো হয়েছে বলে জানালেন প্রতিষ্ঠান প্রধান। ছাত্রদের নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত হবে এমনটাই আশাবাদ স্থানীয়দের।