নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর ইকবাল মানিক দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
শনিবার (৩ ডিসেম্বর) সাড়ে ৪টার দিকে ইউনিয়নের শান্তিপুর বাজার সংলগ্ন শান্তিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
শনিবার বিকেলে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নদী ভাঙ্গন বিষয়ক একটি সভায় অংশগ্রহণ করেন চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। বিকাল সাড়ে ৪টার দিকে মিটিং শেষ হওয়ার পরপরই হঠাৎ অজ্ঞাতনামা দুই যুবক তাকে লক্ষ্য করে বুকের বামপাশে গুলি করে পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় জাফর ইকবালকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ মর্গে রাখা হয়েছে।