কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ভেড়ামারার ১২ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাজ্জাদ হোসেন (৫১) ও শারমিন (২৫)। সাজ্জাদের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়ায় ও শারমিনের বাড়ি মিরপুর উপজেলার নওয়াপাড়ায়।
এ তথ্য নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম।
জানা যায়, নিহত সাজ্জাদ ও শারমিন রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতেন। তারা একসঙ্গে মোটরসাইকেলে কর্মস্থলে যাতায়াত করতেন। শনিবার সকাল আটটার দিকে ১২ মাইল নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।