তিউনিসিয়ার কাছে হেরে থেমেছে বিশ্বকাপে ফ্রান্সের চলা অপরাজেয় যাত্রা। ২০১৪ সালে কোয়ার্টার ফাইনালের পর বিশ্বকাপে আর কোনো হার ছিল না আসরের বর্তমান চ্যাম্পিয়নদের। গতকাল পুঁচকে তিউনিসিয়া ফরাসিদের দেয় ভুলে যাওয়া সেই তিক্ত স্বাদ। তবে ম্যাচ হেরেই ফিফার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছে ফ্রান্স।
গতকাল তিউনিসিয়ার বিপক্ষে ইনজুরি সময়ের একদম শেষে গোল পায় ফ্রান্স। ম্যাচের স্কোরলাইন হয় ১-১। রেফারিও বাজিয়ে দেন শেষ বাঁশি। এরপর রেফারি ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সহায়তা নেন। সবকিছু দেখে আঁতোয়ান গ্রিজমানের গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেন। শেষ মুহূর্তে এই গোল বাতিল নিয়েই ফিফার কাছে অভিযোগ দিয়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন।
তবে ঠিক কী কারণে ফ্রান্স ফিফার কাছে অভিযোগ জমা দিয়েছে তা জানা যায়নি। শুধু গোল বাতিল নাকি তাদের অভিযোগ শেষ বাঁশি বাজানোর পর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা অস্পষ্ট ফরাসি ফুটবল ফেডারেশনের বিবৃতিতে, ‘আঁতোয়ান গ্রিজমানের গোল, আমাদের মতে ভুল সিদ্ধান্তে বাতিল হওয়ায় আমরা লিখিত অভিযোগ আনছি। ’
উল্লেখ্য, গতকাল তিউনিসিয়ার বিপক্ষে ডি গ্রুপের শেষ ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে ১-০ গোলে হারে ফ্রান্স। ৫৮ মিনিটে ওয়াহবি খাজরি গোলে এগিয়ে যায় তিউনিসিয়া। এরপর যোগ করা সময়ের অষ্টম মিনিটে অহেলিয়া চুয়ামেনি পাস থেকে গোল করে দলের মান বাঁচান গ্রিজমান। মাতেন উল্লাশে। তবে সেই উল্লাস থামে রেফারি ভিএআর দেখতে গেলে। দেখা যায়, গ্রিজমান অফসাইডে ছিলেন।
গ্রিজমান অফসাইডে থাকলেও বল কিন্তু সরাসরি গ্রিজমানের কাছে যায়নি। তিউনিসিয়ার এক ডিফেন্ডারের হেডের পর বল পান গ্রিজমান। তবুও রেফারি গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেন।