সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। মেসিকে ঘিরেই বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার স্বপ্নে বিভোর আর্জেন্টাইন সমর্থকরা। আর সেই মেসিকেই যদি কেউ হুমকি দেয় সেটা কী আর সহ্য হয়। সহ্য হয়নি আর্জেন্টাইন বক্সার তেনাগ্লিয়ার।
মেসিকে হুমকি দেওয়া মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজকে সুযোগ পেলে পেটাতে চান তিনি। এমনটাই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে।
বক্সিংয়ে এখন পর্যন্ত মাত্র দুটি অ্যামেচার এমএমএ জিতেছেন তেনাগ্লিয়া। তবে মেসিকে ভালোবাসেন। স্বপ্ন দেখেনে মেসির হাতে বিশ্বকাপ শিরোপার। সেই মেসিকেই কিনা গত ম্যাচে হারের পর হুমকি দিয়েছে মেক্সিকান বক্সার। হজম হচ্ছে না তার। মেসিকে হুমকি দেওয়ায় আলভারেজকে মূর্খের সাথে তুলনা করে ক্ষমতা থাকলে তার সাথে লড়াই করার আহ্বান জানিয়েছেন।
ঘটনা আর্জেন্টিনা-মেক্সিকো ম্যাচের পর। ২–০ গোলে জেতার পর ড্রেসিংরুমে জয় উদযাপন করছিল আর্জেন্টিনা টিম। যার একটি ভিডিও শেয়ার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে দেখা যায়, মেসি নিজ জায়গায় বসে বুট খুলছিলেন। বুট খোলার একপর্যায়ে সামনে পড়ে থাকা মেক্সিকোর জার্সি পায়ের টোকায় পাশে সরিয়ে রাখেন আর্জেন্টাইন তারকা। আর এতেই মেসিকে দেখে নেওয়ার হুমকি দেন মেক্সিকান ওই বক্সার।
মেসিকে উদ্দেশ্য করে টুইটে আলভারেজ বলেন, ‘আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন। আমার সামনে যেন মেসি পড়তে না হয়, সে জন্য তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত। ’
আলভারেজের ভাইরাল হওয়া সেই টুইটটি চোখে পড়ে তেনাগ্লিয়ারও। তেলে বেগুনে জ্বলে উঠেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের লড়াইয়ের একটি ছবি দিয়ে আলভারেজকে উদ্দেশ্য করে লিখেন, ‘তোমার মেসির সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটা আমরা সমাধান করব। ’
তেনাগ্লিয়ার কাছে ইনস্টাগ্রাম স্টোরির ব্যাপারে জানতে চাওয়া হয় আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর পক্ষ থেকে। সংবাদমাধ্যমটিকে এই এমএমএ ফাইটার বলেন, ‘আলভারেজ একজন ফালতু। নিজের আদর্শকে রক্ষার জন্য আমি তাকে ব্যক্তিগতভাবে পিটুনি দিতে চাই। সে মেসিকে লড়াই করার চ্যালেঞ্জ জানিয়েছে। মেসি একজন ফুটবলার। কই মেসি তো তাকে ফুটবল খেলার আহবান করেনি। আসলে নিজে যেটায় ভালো সেটাই করতে চায়। ’
মেসির বুট খোলার সেই ভিডিও নিয়েও কথা বলেছেন তেনাগ্লিয়া, ‘আলভারেজ চরম মূর্খ। মেসি জার্সিতে লাথি মারেনি। বুট খোলার সময় অবচেতন মনেই সে এটা করেছে। তার মেসিকে চ্যালেঞ্জ জানানো উচিত হয়নি। তার এমন কাউকে চ্যালেঞ্জ জানানো উচিত যে তার মানের। এ কারণেই আমি তার সঙ্গে লড়তে চাই। আমি আর্জেন্টাইন এবং মেসিকে ভালোবাসি। তাই ওর সঙ্গে লড়তে চাই। আমি এমএমএ লড়াই করি, আর সে শুধু বক্সিং লড়ে—তাই তাকে পিটুনি দেওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। মেসি খুব সম্মানের পাত্র। তার সঙ্গে আমি এটা কখনোই করব না। ’