পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের সমর্থক চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছোট বেলা থেকেই ব্রাজিল দলের সাপোর্টার তিনি। গতকাল সোমবার ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচ শুরু হয়। ব্রাজিলের জার্সি গায়ে ব্রাজিল-সুইজারল্যান্ডের ম্যাচ দেখেছেন মিম।
খেলার প্রথমার্ধে ব্রাজিল কোনো গোল করতে দ্বিতীয়ার্ধে একটি গোল করে। ফলে ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। ম্যাচের শুরুতে অভিনেত্রীর বুকে রীতিমতো কাঁপন ধরে গেলেও শেষে ব্রাজিলের জয়ে ব্যাপক উচ্ছ্বাসিত এই অভিনেত্রী।
পছন্দের দলকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবিও পোস্ট করেছেন মিম। একটি ছবিতে দেখা যায়, সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর জার্সি পরে আঙুল উঁচিয়ে ভিক্টরি সাইন দেখিয়ে ব্যাপক উচ্ছ্বসিত প্রকাশ করেছেন তিনি।
ছবির ক্যাপশনে লেখেন, ‘আবারও খেলায় রাজত্ব করবে ব্রাজিল’। নিজের পোষ্যদেরও ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি পোস্ট করেন এ নায়িকা।
বাংলাদেশ সময় রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪ এ শুরু হয় ম্যাচটি। ১-০ গোলে সুইদের হারায় ব্রাজিল। অবশ্য জয়টি ২-০ গোলের হতে পারতো। ৬৪ মিনিটে গোল করেছিল ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ‘ভিএআর চেকে দেখা যায় গোলটি অফসাইডে ছিল।