ঢালিউডের রোমান্টিক দম্পতি শরিফুল রাজ-পরীমনি সম্প্রতি অবকাশ যাপনে গেছেন। সঙ্গে তাদের একমাত্র পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। তবে তারা কোথায় গেছেন সেটি জানা যায়নি।
ছেলে রাজ্যকেই নিজের ডানা ভাবেন এ নায়িকা।
অবকাশ যাপনে থেকেই ছেলেকে কোলে নিয়ে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরী। আর ক্যাপশনে পরী লেখেন, ‘পরীর ডানা রোদ পোহায়’।
সেখানে দেখা যাচ্ছে, মা পরীর কোলে বারান্দায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছে ছোট্ট রাজপুত্র।
এর আগে, গত ২৪ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় রাজ্যের ছবি পোস্ট করে মা পরীমনি লেখেন, ‘রাজ্যের প্রথম অ্যাডভেঞ্চার’।
ছবিতে দেখা যাচ্ছে, ফুল সজ্জিত একটি বিছানায় শুয়ে আছে ছোট্ট রাজপুত্র।