যাত্রাটা সবে মাত্র শুরু হলো আর্জেন্টিনার। কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম জয় মাত্র। গোল করে করিয়ে আর্জেন্টিনার মেক্সিকো বধের নায়ক লিওনেল মেসি হলেন না। ম্যাচ শেষেই জানিয়ে দিলেন, আরও অনেক ফাইনাল বাকি!
মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের খুব বেশি সময় কাটেনি তখন।
একবার ম্যাচের প্রতিক্রিয়ায় কথাও বলে গেছেন। এরপর এলেন সংবাদ সম্মেলনেও। দুয়ের মাঝেই ফেসবুকেও খানিকটা ঢুঁ মেরে নিলেন মেসি।
জানালেন পরের ম্যাচ নিয়ে ভাবনার কথা। বললেন, ‘আমাদের আজকে জিততেই হতো। আমরা এটা করে দেখিয়েছি। তবে বুধবারেই আমাদের আরও একটা ফাইনাল। আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যেতে হবে। চলো এগিয়ে যাই আর্জেন্টিনা!!!’
এর আগে ম্যাচের প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছিলেন, কতটা কঠিন ছিল মেক্সিকো ম্যাচ। বললেন, ‘মেক্সিকো ভালো খেলেছিল, তাই আমাদের নিজেদের ফিরিয়ে আনাটা কঠিন ছিল। প্রথমার্ধটা আমরা বেশ তীব্রতা নিয়ে খেলেছি। আর দ্বিতীয়ার্ধটা আমরা বেশ শান্ত ছিলাম। আমরা আমাদের মতোই খেলেছি এই সময়। ’
প্রথম ম্যাচে হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্জেন্টিনার। মেসি জানালেন, মেক্সিকো ম্যাচটা দিয়েই বিশ্বকাপের ‘শুরু’ ধরে নিয়ে এগিয়েছে তার দল। বললেন, ‘অনেক কারণেই প্রথম ম্যাচে হেরেছি। এটা আমাদের কোণঠাসা করে দিয়েছিল। আমরা জানতাম আমাদের জিততেই হতো। আরেকটা বিশ্বকাপ শুরু হচ্ছিল আমাদের, আমরা জানতাম এ কাজটা কীভাবে সারতে হয়। ’
তবে মেসি জানালেন, এখানেই থেমে যাওয়া চলবে না। বললেন, ‘আমরা এখনই হাল ছেড়ে দিতে পারি না। আমাদের অনেকগুলো ফাইনাল আছে সামনে, আমরা ভুল করতেই পারব না।