জাতীয় পার্টির (জাপা) স্বার্থে জিএম কাদেরের সাথে বৈঠকে বসা হবে বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। তিনি বলেন, জাতীয় পার্টিতে ঐক্য চাই। পার্টিতে বিভক্তির কোনো প্রশ্নই ওঠে না।
রোববার (২৭ নভেম্বর) থাইল্যান্ডে পাঁচ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিএনপি দ্বারা জাতীয় পার্টির অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির সাথে জোট করার প্রশ্নই আসে না।
বিরোধী দলীয় নেত্রী বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি কোন জোটে যাবে কিনা তার সময় বলে দেবে। সেইসাথে আগামী নির্বাচনে যোগ্য প্রার্থীদের নমিনেশন দেয়া হবে। যারা পার্টির জন্য কাজ করেছে তাদের অগ্রাধিকার দেয়া হবে।
জাতীয় পার্টির বিভক্তি নিয়ে রওশন এরশাদ বলেন, আমি জাতীয় পার্টির সব সদস্যকে খোলা মনে আহ্বান জানিয়েছি, যারা আনোয়ার হোসেন মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু, কাজী জাফর আহমদের সঙ্গে চলে গেছেন এবং নিষ্ক্রিয় হয়ে গেছেন, তাদের ফিরে আসার জন্য। ১৯৯১ হতে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় পার্টির কঠিন ও প্রতিকূল সময়, যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের আমাদের অবশ্যই যথাযথ স্বীকৃতি দিতে হবে