কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যায় আর্জেন্টিনা। যার ফলে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল। তাই মেক্সিকোর বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প কোন পথ ছিল না লে আলবিসেলেস্তেদের সামনে। এমন সমীকরণের ম্যাচে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা।
সেই দলের ত্রাণকর্তা হয়ে এলেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মেসির আর্জেন্টিনা। এতে উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা শিবির। পরে আরেকটি সতীর্থ এনজো ফার্নান্দেজকে করতে সাহায্যও করলেন। তাতে আর্জেন্টিনাও ২-০ গোলে জিতে বিশ্বকাপের মঞ্চে রাজসিক প্রত্যাবর্তন ঘটল।
এদিকে ঢাকাই সিনেমার আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির প্রিয় দল আর্জেন্টিনা। তবে তার স্বামী অভিনেতা শরিফুল রাজ সাপোর্ট করেন ব্রাজিল। আর তাইতো রাত জেগে একাই খেলা দেখেছিলেন পরী। আর ঘুমাচ্ছিলেন রাজ। খেলার মাঝে রাজকে ঘুম থেকে ডাকার একটি ভিডিও পোস্ট করেন নায়িকা।
এরপর মেসি যখন প্রথম গোলটি দেন, সে সময় মেসির একটি ছবি পোস্ট করে পরী লেখেন, ‘মেসি, আই লাভ ইউ।
এরপর রাত ৩টা ৩৫ মিনিটের দিকে আরেকটি ভিডিও পোস্ট করেন পরী। ক্যাপশনে লেখেন, মেসি একটা ভালোবাসা। সঙ্গে লাভের ইমোজি।
মাত্র তিন সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, খেলা শেষে কথা বলছেন মেসি। টিভিতে সেই দৃশ্য দেখে তাকে ফ্লাইং কিস দিচ্ছেন পরীমনি। হাসিতে জানান দিচ্ছেন তার উচ্ছ্বাসের কথা।
এরপর রাত ৩টা ৩৫ মিনিটের দিকে আরেকটি ভিডিও পোস্ট করেন পরী। ক্যাপশনে লেখেন, মেসি একটা ভালোবাসা। সঙ্গে লাভের ইমোজি।
মাত্র তিন সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, খেলা শেষে কথা বলছেন মেসি। টিভিতে সেই দৃশ্য দেখে তাকে ফ্লাইং কিস দিচ্ছেন পরীমনি। হাসিতে জানান দিচ্ছেন তার উচ্ছ্বাসের কথা।