বিএনপি সমালোচনা করে করুক, আমরা কাজ করে তার জবাব দেবো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন দেশে একের পর এক উন্নয়নমূলক কাজ হচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। চট্টগ্রামে আর কোনও উন্নয়ন বাকি নেই।
চট্টগ্রামের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী মায়াবী টান অনুভব করেন। এখানে অনেক পুরনো নেতা রয়েছেন। এখন অনেকে বেঁচে নেই। স্থানীয় অনেক নেতার টানেল নির্মাণের দাবি ছি
শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দক্ষিণ টিউবের কাজের সমাপ্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। তিনি আরও বলেন, চট্টগ্রামেও মেট্রো রেলের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চার লেনের পাশাপাশি আরও দুটি সার্ভিস লেন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম-কক্সবাজার সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি এ কাজে চীনের সহায়তা পাবো।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে গড়ে তুলতে বিশেষ পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।