বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো ঝামেলা না করে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিন। তিনি বলেন, বর্তমানে নানা নাটক তৈরি করা হচ্ছে এবং নাটকের উদ্দেশ্য আছে।
বুধবার (২৩ নভেম্বর) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ জাতির জন্য বিশাল বোঝা হয়ে গেছে। এই বোঝাকে যদি কাঁধ থেকে সরাতে না পারি তাহলে এদের সঙ্গে আমরা সবাই ডুবে যাব, ইতোমধ্যে ডুবতে বসেছি।
আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের বিষয়ে ফখরুল বলেন, এগুলো সব নাটক তৈরি করা হচ্ছে এবং নাটকের উদ্দেশ্য আছে। মানুষ যে মূল দাবিগুলো নিয়ে সামনে এগিয়ে আসছে, যে আন্দোলন শুরু হয়েছে সেটাকে ডাইভার্ট করে অন্য দিকে নিয়ে যাওয়া।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ তাদের পুরনো খেলায় মেতে উঠেছে। ঘটনা ঘটাবো আমরা, মামলা খাবে তোমরা। সেই মামলা ঝুলতে থাকবে। আদালত-জেলখানা দৌঁড়াতে থাকবে, এর মধ্যে আমরা আমাদের কাজ সেরে নেবো। এই হচ্ছে এই সরকার, যারা নির্বাচিত হয়ে আসেনি। অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। প্রতিবার যখন নির্বাচনের সময় আসে তারা নতুন নতুন কৌশল আবিষ্কার করে। সেই কৌশলে কোনো না কোনোভাবে তারা আবার আসতে চায়।
এসময় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের প্রসঙ্গে ফখরুল বলেন, ‘আমাদের সমাবেশের এখনো স্থান দেয়নি। আমরা পরিষ্কার করে বলেছি, যেহেতু সব সময় নয়াপল্টনে আমাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করি, ১০ তারিখে আমরা অবশ্যই নয়াপল্টনে সমাবেশ করবো। ‘