পুলিশের উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর আসাদ গেটে ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি আহত রোমানা মাহমুদকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হামলার সময় ছাত্রলীগ ও যুবলীগকে পুলিশ সহায়তা করছে বলে অভিযোগ করেন ফখরুলের। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রচারণা করতে গিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে রোমানা মাহমুদ আহত হন।
মির্জা ফখরুল বলেন, ‘২০০৮ সালে ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রীর কাছে পরাজয়ের পর থেকে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। সন্ত্রাস বন্ধ করে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।