দুই দলেরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে জিতেছে বসুন্ধরা কিংস। মুন্সিগঞ্জে আজ মঙ্গলবার চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে তারা। এতে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে অস্কার ব্রুজোনের দল।
খেলা শুরুর ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি বসুন্ধরা কিংস। প্রথম দুই ম্যাচে আট গোল করা ডরিয়েল্টন গোমেজের অভাব কিছুটা হলেও টের পেয়েছে। প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৫ মিনিট পর্যন্ত। কিংস শিবিরে স্বস্তি ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগেল ফিগেইরা। দুই মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন রাকিব হোসেন।
কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। আগামী ২৬ নভেম্বর হবে ম্যাচ দুটি।