আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সাজাপ্রাপ্ত দুই নেতা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সমাবেশের নামে বিশৃঙ্খলা করার পায়তারা করছে বিএনপি।
সোমবার (২১ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ স্থলের কাজ পরিদর্শন শেষে এসব বলেন নানক। তিনি আরও বলেন, দায়িত্বশীল দল হিসেবে মানুষের প্রতি সহযোগিতার হাত না বাড়িয়ে উল্টো দায়িত্ত্বহীনতার পরিচয় দিচ্ছে বিএনপি।
আওয়ামী লীগের এ নেতা বলেন, যেখানে দশলাখ লোকের জমায়েত সম্ভব সেখানেই বিএনপি সমাবেশ করুক।
কিন্তু রাজধানীতে সমাবেশ করার নামে জনজীবন বিপর্যস্ত করার চেষ্টায় মেতেছে তারা।
এসময়, এক প্রশ্নের জবাবে দলটি যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, বাংলা ভাইদের পৃষ্ঠপোষক তারা, সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলা চালিয়েছে যারা। তারা সব কিছুকেই নাটক বলে, তাদের কথা আর কেউ বিশ্বাস করে না। এই দেশ বিরোধী বিএনপি জামাতকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার হবে।